নবান্নে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে আমফানে ১ লক্ষ ২ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব পেশ রাজ্যের

রাজেন রায়, কলকাতা, ৬ জুন: নবান্নে বৈঠকের সময় রাজ্যে ১ লক্ষ ২ হাজার কোটি টাকার রাজ্যে ক্ষতির হিসাব তুলে দিলেন মুখ্যসচিব রাজীব সিনহা। এদিন মুখ্যসচিব রাজীব সিনহার ঘরে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। সেখানে ১ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা কথাবার্তা বলেন। এর পরেই ওই রিপোর্ট কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে তুলে দেওয়া হয়। রবিবার কেন্দ্রের হাতে ওই রিপোর্ট তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

জানা গিয়েছে, ২০ মে এই ঘূর্ণিঝড়ের পর রাজ্যের বিভিন্ন দফতর থেকে মুখ্যসচিবকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, তার ভিত্তিতেই এই ১ লক্ষ ২ হাজার কোটি টাকার ক্ষতির হিসেব পাওয়া গিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাড়ি ঘরে সব থেকে বড় ক্ষতি হয়েছে। ১৫০০ মৌজায় ২৮ লক্ষ বাড়ি ভেঙে গিয়েছে। এই ১৫০০ মৌজায় সব বাসিন্দাকে সরকারের তরফে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও কৃষিতেই প্রায় ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। বিদ্যুতের নতুন করে টাওয়ার বসানো ও অন্য কাজ করতে ৩০০০ কোটি টাকা খরচ হবে। এছাড়া আরো আনুষঙ্গিক খরচের হিসাব তুলে ধরা হয়।

প্রসঙ্গত, শুক্রবার আমফান বিধ্বস্ত দুই ২৪ পরগনা পরিদর্শনে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। ২টি দলে ভাগ হয়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করেন। দক্ষিণ ২৪ পরগনায় পাথরপ্রতিমা ও নামখানা পরিদর্শন করে একটি দল। অন্য দলটি যায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও বসিরহাটে। সন্দেশখালির দুটি ব্লকেরই বাঁধের পরিস্থিতি অত্যন্ত খারাপ বলে জানান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের দেখতে পেয়ে নিজেদের দাবিদাওয়ার কথা জানান গ্রামবাসীরাও। এদিন প্রতিনিধি দলের সঙ্গে বিরোধী দলের নেতারাও এদিন দেখা করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here