
চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ৩১ মে: বঙ্গে বর্ষা ঢুকতে এখনও ঢের বাকি। এর মধ্যেই প্রাক বর্ষার ঝড়-বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। তার মধ্যেই আমফানের ক্ষত। সেই ক্ষত সেরে ওঠার আগেই দক্ষিণবঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। রেহাই নেই উত্তরবঙ্গের বাসিন্দাদেরও। ফলে আশঙ্কার প্রহর গুণছে গোটা রাজ্যই। এই আশঙ্কা একেবারে অমূলক নয়।
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। বয়ে গিয়েছে ঝোড়া হাওয়াও। আবহাওয়া দফতর জানিয়েছে, বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের ওপর একটি নিম্নচাপরেখা অবস্থান করছে। তার জেরেই আগামী ২৪ ঘণ্টা রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো বাতাস চলবে। পূর্ব বর্ধমান, হুগলী, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া জেলার কিছু অংশের ওপর দিয়ে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলেই হাওয়া অফিস জানিয়েছে।
পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আর উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ওপর দিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস বইবে। ওই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।