বর্ষবরণে দিঘায় কড়া সর্তকতা প্রশাসনের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: বছরের প্রথম দিন দিঘা, মন্দারমণি, তাজপুর, জুনপুট ইত্যাদি পর্যটন ক্ষেত্রগুলিতে লক্ষাধিক পর্যটক ভিড় করবে। এজন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। পয়লা জানুয়ারি বর্ষবরণের দিন শুধুমাত্র দিঘাতেই এক লক্ষ পর্যটক আসবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মনে করা হচ্ছে। এজন্য বিপুল পরিমাণে পুলিশি প্রহরার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের মোতায়েন করা হয়েছে। দিঘা, তাজপুর ও মন্দারমণিতে স্নানের ঘাটে করোনা সচেতনতার পাশাপাশি কোমর জলের বেশি না যেতে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশ সুপার জানিয়েছেন, বর্ষবরণের আনন্দে পর্যটন কেন্দ্রগুলিতে কোথাও কোনও রকম বাজি পোড়ানো যাবে না। মদ্যপ অবস্থায় যে সমস্ত পর্যটকদের ধরা হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। করোনা বিধি এবং পর্যটন নিয়মাবলী মেনে চলার জন্য সমুদ্রের ঘাট গুলিতে আজ থেকেই মাইক প্রচার করা হচ্ছে। বছরের প্রথম দিনটি সমুদ্র উপকূলে আনন্দের সঙ্গে কাটানোর জন্য আজ বৃহস্পতিবার থেকেই পর্যটকের সমাগম শুরু হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here