লকডাউন সফল করতে কড়া দক্ষিণ ২৪ পরগনার পুলিশ প্রশাসন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২৪ মার্চ: রাজ্য জুড়েই চলছে লকডাউন। আর সেই লকডাউনকে সফল করতে পথে নামলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সোমবার বিকেল থেকেই দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, সোনারপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সহ ক্যানিং শহরের বিভিন্ন প্রান্তে টহল দেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। যেখানে দোকান খোলা বা মানুষের জটলা দেখেছেন তাদের ছত্রভঙ্গ করেছেন। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় দোকানপাট।

সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেও পুলিশ প্রশাসন রাস্তায় ছিলেন। তবে সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে কিছু মানুষজনকে এদিন পথে নামতে দেখা গিয়েছে। কিছু বাইক আরোহী বাইক নিয়ে রাস্তায় ঘুরপাক খেয়েছেন। জেলার প্রায় সবকটি শহরেই একই ছবি ধরা পড়েছে এদিন। বাজার ঘাটের বিভিন্ন প্রান্তে, পাড়ার মোড়ে মোড়ে দু একটি চায়ের দোকান খুলতে দেখা গিয়েছে কিছু অতি লোভী মানুষজনকে। আর সেই সমস্ত চায়ের দোকানে মানুষের জটলা, আড্ডা চলেছে দীর্ঘক্ষণ। তবে যেখানে যেখানে এই খবর মিলেছে মুহুর্তে সেখানে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা সেগুলি বন্ধের উদ্যোগ নিয়েছেন। এদিন মানুষজনকে ঘরমুখী করতে যথেষ্ট কড়া ছিলেন পুলিশ প্রশাসন। কখনো মুখে বলে তো কখনো লাঠি উঁচিয়ে, প্রয়োজনে পিটিয়ে রাস্তা ফাঁকা করেছেন তারা। এদিন দু একটি অটো, টোটো, মোটর ভ্যানের দেখা মিলেছে শহরের রাস্তায়। তবে এগুলি বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে রোগী আনা নেওয়ার কাজ করেছে বলে দাবি প্রশাসনের। তবে বেশ কিছু বাইকবাজ অকারণে পথে নেমেছেন। বাইক নিয়ে এমাথা ওমাথা করেছেন। এই সমস্ত বাইকবাজদেরকে চিহ্নিত করে এদিন বেশ কয়েকটি বাইক আটক করা হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে। সব জায়গাতেই পুলিশ প্রশাসনের সাথে এসডিও, বিডিওরা এই লক ডাউনকে সফল করতে রাস্তায় নামেন।

এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার এসপি রশিদ মুনির খান বলেন, “ আমরা সর্বত ভাবে চেষ্টা করছি মানুষ যাতে এই লক ডাউন পরিস্থিতিতে বাড়ির বাইরে না বের হন। কিছু জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। তাতে আপনাদেরই বিপদ বাড়বে”।

দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক ডঃ পি উল্গানাথন বলেন, “ প্রশাসন এই করোনা ভাইরাস মোকাবিলার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। কিন্তু সাধারণ মানুষ সরকারি নির্দেশিকা না মানলে সবটাই বৃথা হবে। তাই সকলকে সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি এই করোনা ভাইরাস নিয়ে যে কোনও তথ্য জানা বা জানানোর জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *