দুই হকারের মারামারিতে ট্রেন থেকে পড়ে গিয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

আমাদের ভারত, হাওড়া, ৭ মার্চ: দুই হকারের মারামারিতে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বছর কুড়ির এক কলেজ ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়া–মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে। নিহত বছর কুড়ির ওই যুবকের নাম শুভজ্যোতি পাল, বাড়ি বীরভূমের নলহাটিতে।

জানা গেছে, শুভজ্যোতি কলকাতায় থেকে বঙ্গবাসী কলেজে পড়াশোনা করতেন। এছাড়া চাকরির পরীক্ষার জন্য ট্রেনিং নিচ্ছিলেন। গতকাল তিনি বাড়ি ফিরছিলেন। বিকেল ৩টা ২৫ মিনিটের হাওড়া–মালদা ইন্টারসিটি এক্সপ্রেস বাড়ি যাচ্ছিলেন। ট্রেন চলার কিছুক্ষণ পরে ওই কামরায় দুই হকারের মধ্যে বচসা বাধে। তাদের বিক্রি করার মালপত্র রাখা নিয়ে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি থেকে মারামারি। ওই যুবক সেখান থেকে সরে গিয়ে গেটের পাশে দাঁড়িয়েছিলেন। হকার দুজন মারামারি করতে করতে একসময় আচমকা ওই যুবকের ওপর গিয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সে ট্রেন থেকে পড়ে যায়। বালি এবং উত্তরপাড়া স্টেশনের মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বেলুড় জিআরপি তৎপরতায় পরে ব্যান্ডেল স্টেশন থেকে ওই দুই হকারকে গ্রেপ্তার করে।


ছবি: নিহত ছাত্রের বাবা।

জিআরপির পক্ষ থেকে নিহত যুবকের মোবাইল থেকে তাঁর বাড়িতে ফোন করা হয়। একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা। আজ পরিবারের লোকজন আসেন। তার বাবা জানান, ছেলের ইচ্ছে ছিল ডাক্তার হয়ে নাম করা, কিন্তু দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *