বাঘমুন্ডিতে নির্মীয়মান মোবাইল টাওয়ারের গভীর গর্তে পড়ে মৃত্যু ছাত্রের 

সাথী প্রামাণিক, পুরুলিয়া, ২ ডিসেম্বর: বাঘমুন্ডিতে নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্ত  থেকে নিখোঁজ বালকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বছর আটের বালকের নাম অম্বুজ সিং মুড়া। তার বাড়ি ঝাড়খন্ডের আন্ডা গ্রামে। বাঘমুন্ডি থানার রেলা স্কুলে পড়ত সে এবং সেখানকার ছাত্রাবাসে থাকত। স্কুল ছুটি থাকায় পাশেই পিসির বাড়ি যায় সে। সেখান থেকে নিখোঁজ হয় গতকাল। সারাদিন খোঁজাখুজি করেও পাওয়া যায়নি অম্বুজকে।  এদিন বাঘমুন্ডি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হলে বাঘমুন্ডি থানার পুলিশ তদন্তে নেমে গ্রামের মধ‍্যে একটি নির্মীয়মান মোবাইল টাওয়ারের গর্তের মধ‍্য থেকে তার দেহ উদ্ধার করে।

পুলিশের অনুমান ওই গর্তে প্রায় সাত ফুট গভীর জল জমেছিল। ফলে খেলতে খেলতে কোনক্রমে পড়ে যায় ওই ছাত্র। কিন্তু এমন বিপদজনক গর্ত কেন? সেই প্রশ্ন তোলে মৃতের পরিবার। ওই মোবাইল টাওয়ার সংস্থার বিরুদ্ধে বাঘমুন্ডি থানায় অভিযোগ করবে মৃত শিশুর পরিবার।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here