আইটিআই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নিখোঁজ, চাঞ্চল্য নদিয়ার কল্যাণীতে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জানুয়ারি: আইটিআই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কল্যানীতে। নিখোঁজ ছাত্রের নাম রাজেশ গুপ্তা। সূত্রের খবর, বিহারের গোপালগঞ্জ এলাকার কল্যাণপুর গ্রামের বাসিন্দা রাজেশ কল্যাণীর আইটিআই এর হস্টেলে থেকে পড়াশোনা করত।

অভিযোগ, সরস্বতী পুজোর আগের রাতে হোস্টেল থেকে বেরিয়ে আর ফিরে আসেনি রাজেশ। তার সহপাঠীরা বিষয়টি কল্যাণী থানায় জানানোর পরও কোনো তদন্ত শুরু করেনি। ছেলের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়ে বুধবার রাতে বিহার থেকে এসে কল্যাণী থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন রাজেশের পরিবার। আর তার পরই বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। প্রাথমিক তদন্তে নিখোঁজ ছাত্রের ল্যাপটপ থেকে একটি সুসাইড নোট পেয়েছে পুলিশ।তাতে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করার কথা জানিয়েছে রাজেশ। এবার সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে রাজেশের সন্ধান পেতে চাইছে কল্যাণী থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here