গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্রী 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১০ ফেব্রুয়ারি: গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে একদশ শ্রেণির এক ছাত্রী। রবিবার ঘটনাটি ঘটেছে ঝাড়্গ্রাম জেলার বেলপাহাড়ি থানার রাঙামেটিয়া গ্রামে। মৃত স্কুল ছাত্রীর নাম সঞ্চিতা বিশুই (১৮)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বাড়ির লোকেদের অনুপস্থিতিতে সে  বাড়িতে গালায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলে যাতায়াত করার পথে কয়েকজন যুবক কিছুদিন ধরেই সঞ্চিতাকে উত্যক্ত করছিল। তা নিয়ে আত্মীয়,পরিজনেররাও নানারকম গুঞ্জন ছড়িয়েছিল। যা নিয়ে সঞ্চিতা মানসিক যন্ত্রনায় ভুগছিল বলে জানিয়েছেন তার বাবা শ্যামল বিশুই।

সোমবার ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গের সামনে শ্যামলবাবু সংবাদ মাধ্যমকে জানান, পরিবারের লোকজন মেয়েকে কিছু বলিনি। তার স্কুলে যাতায়াতের পথে কিছুদিন ধরে কয়েক জন ছেলে উত্যক্ত করছিল। তাই নিয়ে নানা কথা বলছিল আত্মীয় পরিজনেরা।ও খুবই মানসিক কষ্টে ছিল।রবিবার প্রায় সাড়ে দশটা নাগাদ বাড়িতে আমরা কেউ ছিলাম না। সেই সময় সে গলায় ফাঁস লাগায়। আমরা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বেলপাহাড়ি থানা সূত্রে জানা গেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here