
সাথী দাস, পুরুলিয়া, ৫ ডিসেম্বর: শিক্ষক বদলি নীতি আরেকটা দুর্নীতির রাস্তা, মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। যাঁরা শুধু বদলি নিতে চাইছেন, তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত। পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে চিন্তা করুন, মন্তব্য বিচারপতির। পুরুলিয়া জেলার একটা সামগ্রিক রিপোর্ট তৈরি করে দিতে নির্দেশ দিলেন তিনি।
ঝালদা হাইস্কুলের এক শিক্ষক বদলি মামলায় জেলা স্কুল পরিদর্শককে ডেকে পাঠান বিচারপতি বসু। বদলির কারণে গোটা জেলার সব স্কুলের অবস্থাই খুব খারাপ। ৬০ শতাংশ শিক্ষকই বদলি নিয়ে অন্য জেলায় চলে গেছেন। বহু স্কুল উচ্চ মাধ্যমিক বিভাগ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ছাত্র – শিক্ষক অনুপাত রক্ষা করা যাচ্ছে না।
ঝালদা হাই স্কুলে ২১ জন শিক্ষক ছিলেন। যার মধ্যে ৮ জন বদলি নিয়ে চলে গেছেন। আদালতে জানালেন জেলা স্কুল পরিদর্শক।