
আমাদের ভারত, হাওড়া, ২৬ এপ্রিল: দাদুর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল একাদশ শ্রেণির এক ছাত্র। নিখোঁজ ছাত্রের নাম রাজ তেওয়ারি (১৮)। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ফুলেশ্বরের জগন্নাথপুরে।
জানাগেছে, বিহারের বুনিয়াদপুরের বাসিন্দা রাজ ফুলেশ্বরের জগন্নাথপুরে মামার বাড়িতে থাকত এবং বাউড়িয়ার একটি হিন্দি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে দেশের বাড়িতে তার দাদু মারা যাওয়ার পর রবিবার দুপুরে রাজ ফুলেশ্বরে দাদুর পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে নদীতে স্নান করতে নামলে জোয়ারের জলে তলিয়ে যায়।
এদিকে বিকেলে স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে রাজের জামাকাপড় ও জুতো পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়, পরে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নদীতে নিখোঁজ ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু করে। যদিও এদিন সন্ধ্যে নেমে যাওয়ায় আপাতত তল্লাশি বন্ধ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল থেকে পুনরায় নিখোঁজ ছাত্রের সন্ধানে তল্লাশি শুরু হবে।