পথ নিরাপত্তার প্রচারে নয়াগ্রাম সরকারি আইটিআই প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রীরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ জানুয়ারি: জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের জীবন। তাই পথ নিরাপত্তা নিয়ম মেনে গাড়ি চালানোর বার্তা উঠে এল সেফ ড্রাইভ সেভ লাইফ পদযাত্রা কর্মসূচির মধ্যে দিয়ে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সরকারি আইটিআই প্রতিষ্ঠানের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে সচেতনামূলক একটি পদযাত্রা অংশগ্রহণ করলেন কলেজের ছাত্র-ছাত্রীরা। একদিন নয়াগ্রাম থানা থেকে রাইবেড়া পর্যন্ত একটি পদযাত্রা করেন। এদিনই পদযাত্রা উপস্থিত ছিলেন নয়াগ্রাম সরকারি প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাজীব দাস, সহ শিক্ষক সৌগত মন্ডল, সৈকত সামন্ত দেবব্রত পাল, অমিত প্রধান, সন্তু পাত্র, ডোমন মান্ডি সহ কলেজের ছাত্রছাত্রীরা।

এদিন পদযাত্রায় নিয়ন্ত্রিত গতিতে গাড়ি, বাইক চালানো, সিটবেল্ট বাঁধা, হেলমেট পড়ে বাইক চালানো, গাড়ি বা বাইক চালানোর সময় মোবাইলে কথা না বলা সহ পথ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন প্ল্যাকার্ড এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন কলেজের ছাত্র ছাত্রীরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here