জে মাহাতো, মেদিনীপুর, ১৫ জুলাই: বুধবার শালবনী ব্লকের কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের উদ্যোগে দেবগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েত ও গোয়ালতোড় বন দপ্তরের সহযোগিতায় বনমহোৎসবে চারাগাছ রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষা করতে এবং জীব বৈচিত্রের ভারসাম্য বজায় রাখতে বিদ্যালয়ের পার্শ্ববর্তী অঞ্চলে সেগুন, শিশু , মেহগনি, আকাশমনি, জাম, কাঁঠাল ইত্যাদি প্রায় ১৮০টি দেশীয় গাছের চারা রোপণ করা হয়। গোয়ালতোড় বনদপ্তরের আধিকারিক খুর্শিদ আলম সহ বিদ্যালয়ের সকল সদস্য ও গ্রামবাসীদের একটি অংশ উপস্থিত ছিলেন।