শাক সবজি থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবীর তৈরি করল মেদনীপুরের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনেপাতা, পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুঁই- এর পাকা বীজ, প্রভৃতি থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবীর তৈরি করল মেদনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা। আর কদিন বাদেই দোল উৎসব তাই ঠিক তার আগে কচিকাঁচারা নিজেদের কাঁচা হাতে টিফিনের বিরতিতে তৈরি করা ভেষজ আবীর নিয়ে মেতে উঠবে দোল উৎসবে‌।

কচিকাঁচাদের মধ্যে অপর্ণা, শুভ, কল্পনা, সোহম ও বিশ্বজিতদের কথায় স্যাররা আমাদের শিখিয়ে দিয়েছে। এছাড়াও গত বছর আমরা তৈরি করেছিলাম তা মনে পড়ে যায়, তাই সহজেই আমরা এই ভেষজ আবীর তৈরি করেছি।

দুই সহ শিক্ষক কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মন্ডলের কথায়, হাতে-কলমে কচিকাঁচাদের পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সহজ হয়, তাই এই আয়োজন। দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামণি বেসরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে কচিকাঁচারা জানলো গাছ আমাদের বন্ধু, তাকে রক্ষা করার দায়িত্বও আমাদের।

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৪ জন এবং এই ভেষজ আবীর তৈরির কর্মসূচি তৃতীয় বছরে পদার্পণ করল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌম্য সুন্দর মহাপাত্র বলেন, হাতে-কলমে শিক্ষা দীর্ঘস্থায়ী হয় তাই এই ধরনের কর্মসূচির মাধ্যমে কচিকাঁচাদের শেখার ভিত যেমন মজবুত হয় ঠিক তেমনি তাদের মধ্যে সৃজনশীল মানসিকতাও গড়ে ওঠে। সর্বোপরি সম্পূর্ণ ভেষজ উপাদনে তৈরি হওয়া এই আবির কচিকাঁচাদের জন্য খুবই নিরাপদ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here