
আমাদের ভারত, হাওড়া, ৪ ডিসেম্বর: চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করার প্রতিবাদে বুধবার পথে নামল ছাত্রছাত্রীরা। এইদিন দুপুরে আমতার রামসদয় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধে হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল করল। এই মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। এছাড়াও এ দিনের মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের এই প্রতিবাদ মিছিল আমতা কলেজ থেকে বেরিয়ে আমতা শহর পরিক্রমা করে আমতা বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
ডক্টর নির্মল মাজি বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে প্রয়োজনে তাদের ফাঁসি দিতে হবে। এদিন তিনি বলেন, মহিলাদের সুরক্ষিত রাখতে আরো কড়া আইন প্রণয়ন করতে হবে। এদিনের এই প্রতিবাদ মিছিলে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রী ছাড়াও কলেজের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নেয়।