রামপুরহাট শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী মহকুমা পুলিশ আধিকারিক

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৫ ডিসেম্বর : ফের টোটো চলাচলে রাশ টানতে চলছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক। সেই সঙ্গে রাস্তার উপর পসরা নিয়ে বসা ব্যবসায়ীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। যত্রতত্র গাড়ি দাঁড় করালে গুনতে হবে জরিমানা। এমনই ফতোয়া জারি করেছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ।

জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর রামপুরহাট। পাশেই তারাপীঠ মন্দির হওয়ায় স্বাভাবিকভাবেই শহরের গুরত্ব বেড়েছে। কিন্তু দিনের পর দিন শহরে টোটোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরের জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এছাড়া কিছু ব্যবসায়ী রাস্তার উপর পসরা সাজিয়ে রাখায় সংকীর্ণ হয়েছে রাস্তার পরিসর। ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। সদ্য রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের পদে যোগ দিয়েই সেই জ্বলন্ত সমস্যা উপলব্ধি করেছেন সায়ন আহমেদ। তাই মঙ্গলবার বেলার দিকে রামপুরহাট থানার আইসি দেবাশিস ঘোষকে সঙ্গে নিয়ে বেড়িয়ে পড়েন মহকুমা পুলিশ আধিকারিক। সারা শহর ঘুরে তিনি যানজট মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন।

মহকুমা পুলিশ আধিকারিক বলেন, “টোটো চলাচল নিয়ন্ত্রণে অতিরিক্ত সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। শহরের গুরুত্বপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন এলাকায় আরও সিসিটিভি লাগানো হবে। ট্র্যাফিক ব্যবস্থা জোড়ালো করা হবে। এখানে টোটোর জন্য বেশি যানজটের সৃষ্টি হচ্ছে। তাই এবার টোটোর ছাদ দুটো রঙের করা হবে। একদিন অন্তর একাকটি রঙের টোটো রাস্তায় নামবে। তাছাড়া যত্রতত্র টোটো দাঁড় করিয়ে রাখলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাস্তার ধারে কোনও গাড়ি দাঁড় করিয়ে রেখে কেনাকাটা করা যাবে না। কথা অমান্য করলে গাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”। তিনি আরও বলেন, “শহরের প্রধান প্রধান রাস্তায় কিছু বড় ব্যবসায়ী তাদের মালপত্র রাস্তার উপর রেখেছেন। তাদের সতর্ক করা হয়েছে। ফুটপাত ব্যবসায়ীদের দোকান ছোট করার নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ্য হলে আইনে যা বলা রয়েছে সেই ব্যবস্থা নেওয়া হবে। রামপুরহাট শহরকে যানজট মুক্ত করতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here