গৃহবন্দি শবর পরিবারের পাশে ঘাটালের মহকুমা শাসক

কুমারেশ রায়, আমাদের ভারত,মেদিনীপুর, ২৯ এপ্রিল: দাসপুর-২ নন্বর ব্লকের গোপীগঞ্জ এলাকায় ২৩টি শবর পরিবারের বসবাস৷ লকডাউনের ফলে রুজিরুটিতে টান পড়েছে পরিবারগুলির৷ অবস্থা এমনই যে পরিবারগুলির দুই বেলা ভাতের যোগানটুকুও বন্ধ হওয়ার মুখে৷ এলাকার আদিবাসী সম্প্রদায়ের সমস্যার কথা শিক্ষক অনিরুদ্ধ আলম, পঞ্চায়েত সদস্য একবাল কাদের, স্থানীয় যুবক মাধব দিয়াসির মারফত মহকুমা শাসককে লিখিত আবেদন হোয়াটসঅ্যাপে জানান এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আনসার আলম।

এই সমস্যার কথা জানার ৫ ঘণ্টার মধ্যেই গোপীগঞ্জে ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হলেন মহকুমা শাসক। নিজে এসে মহকুমা শাসক অসীম পাল, পরিবারগুলির খোঁজখবর নেন৷ রেশান কার্ড, সরকারের প্রকল্পগুলির সুবিধা তাঁরা পাচ্ছেন কি না সেই বিষয়ে সবিস্তারে জানতে চান মহকুমাশাসক৷ একই সাথে ঘাটালের মহকুমাশাসকের দপ্তরের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পালের নেতৃত্বে একটি বিশেষ টিম পরিবারগুলির হাতে বেশ কয়েক সপ্তাহের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, আলু, তেল, সোয়াবিনের ইত্যাদি তুলে দেন৷
মহকুমাশাসকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসীন্দারা৷

ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী আনসার আলম জানান, এমন দুর্ভোগের দিনে এই প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের কাছে মহকুমাশাসক যে ভাবে এগিয়ে অসছেন তা প্রশংসার অপেক্ষা রাখে না৷ আমরা অভিভূত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *