দেশনায়ক সুভাষচন্দ্র বসু’কে স্মরণ করল নাড়াজোল রাজবাড়ির সদস্য ও ধর্মতলা যুব সংঘ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ মে :
দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ করল নাড়াজোল রাজবাড়ির সদস্যবৃন্দ ও নাড়াজোল ধর্মতলা যুব সংঘ। ১৯৩৮ সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেস ও বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। রাজা দেবেন্দ্রলাল খাঁন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের কোষাধক্ষ্য নির্বাচিত হন। ১৯৩৮ সালের ১৭ মে সুভাষ চন্দ্র বসু মেদিনীপুরে আসেন।১৮ মে ঘাটাল মহকুমায় তিনটি সভা করেন।

জানাযায়, সভা শেষ করে রাজা দেবেন্দ্র লালের গাড়িতে চেপে নাড়াজোল রাজবাড়িতে পদার্পণ করেন নেতাজী। রাজবাড়ির সিংহদ্বারের কাছে তিনি যখন উপস্থিত হয়েছিলেন শঙ্খধ্বনি দিয়ে নাড়াজোলের মানুষ দেশনায়ককে অভ্যর্থনা জানায়। মহিলারা শাঁক বাজিয়ে ফুল ছড়িয়ে রাজবাড়ির অন্দরে নেতাজীকে স্বাগত জানিয়েছিলেন। তিনি ইংরেজ বিরোধী আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়েছিলেন। ঐ সভায় তিনি বলেছিলেন আমি বলছি ভারতে স্বাধীন সূর্য খুব শীঘ্রই উদিত হবে আপনারা প্রস্তুত হন। নাড়াজোলবাসীর কাছে অাজকের দিনটি গর্বের। তাই আজকের দিনটিকে স্মরণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে নাড়াজোল রাজবাড়ি সদস্যবৃন্দ ও নাড়াজোল ধর্মতলা যুব সংঘের যৌথ উদ্যোগে আজ দেশনায়ক নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাঁকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *