মোদীর বৈঠকে ডিএম-দের অনুপস্থিতি নিয়ে চিঠি শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ২৫ জানুয়ারি: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিএম-দের অনুপস্থিতি নিয়ে মোদীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু জানিয়েছেন, ২২ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে জেলা ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণ না করার বিষয়ে আমার উদ্বেগ প্রকাশ করে আমি তাঁকে একটি চিঠি লিখেছি।

“সারা ভারতে ১৯০টি জেলার ডিএম এই বৈঠকে অংশ নেন। আর কতদিন পশ্চিমবঙ্গের শাসক দল বঞ্চনার জন্য কেন্দ্রকে দায়ী করে জনগণকে বিভ্রান্ত করতে থাকবে? প্রায় অর্ধ শতাব্দী ধরে চলছে। এবার মনে হচ্ছে, আমরা নিজেরা যে হাতটা আমাদের বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা ধরতে রাজি নই। এটা চলতে পারে না।“

আমলা নিয়ে সংঘাতের মধ্যেই সোমবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ভার্চুয়াল বৈঠকে ছিলেন না পশ্চিমবঙ্গের কোনও ডিএম। কেন মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবকে এড়িয়ে বৈঠক? প্রশ্ন তুলে কটাক্ষ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া ডিএম-রা কি প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপস্থিত থাকতে পারেন? পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *