উনি দাঁড়ালেই জিতবে কে বলেছে? পিকচার আভি বাকি হ্যায় বস, বেকারত্ব ঘরে ঘরে মমতা হারবে ভবানীপুরে: শুভেন্দু অধিকারী

আমাদের ভারত, ১১ সেপ্টেম্বর: বেকারত্ব ঘরে ঘরে, পিসিমণি হারবে ভবানীপুরে। তমলুক থেকে ভবানীপুরের উপনির্বাচন নিয়ে এই স্লোগান তুললেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে ভবানীপুর উপনির্বাচন প্রসঙ্গে হিন্দি সিনেমার ডায়লগ দিয়ে জনগণের উদ্দেশ্যে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক দাবি করেন,”পিকচার আভি বাকি হ্যায় বস”

শনিবার তমলুকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা সেলের সহযোগিতায় ও তমলুক সাংগঠনিক জেলার সেবা সংগঠনের উদ্যোগে নিমতৌড়ি স্মৃতিসৌধে স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রাথমিক চিকিৎসা দিবস এবং স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম সম্মেলনের ঐতিহাসিক বক্তৃতার ১২৯ তম বর্ষপূর্তি উপলক্ষে কর্মসূচি ছিল বিজেপির। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভবানীপুর উপনির্বাচন নিয়ে নতুন স্লোগান তোলেন রাজ্যে বিরোধী দলনেতা। রাজ্যে কর্মসংস্থানের অভাব তথা বেকারত্বের ইস্যুতে খোঁচা দিয়ে তাঁর তৈরি নতুন স্লোগান,”বেকারত্ব ঘরে ঘরে, পিসিমণি হারবে ভবানীপুরে।”

এবারের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় কেবল সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধানসভা ভোটের ফলাফলের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,”কতগুলো লোকের কথায় উনি নন্দীগ্রামে চলে এসেছিলেন। তারা বলেছিল ৮০ হাজার ভোটে জেতাবো। তার ভোট ছিল ৬৫ হাজার, নির্দিষ্ট ভোট ছিল ২৪%। ভোট পেতে পায়ে প্লাস্টার জড়িয়েছেন, হুইল চেয়ার নিয়ে রাস্তায় নেমেছেন। তারপরেও ১৯৫৬ ভোটে হেরেছেন। নন্দীগ্রামের মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন।”

নন্দীগ্রামে পরাজয়ের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “প্রচন্ড যন্ত্রণা! যতদিন বাঁচবেন, রাজনীতিতে থাকবেন, চিরদিন কানের কাছে বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি হেরেছি….আপনি কোনওদিন এটা মাথা থেকে বের করতে পারবেন না। এই যন্ত্রণা নিয়ে সারা জীবন আপনাকে চলতে হবে। ভাবানীপুরের ফলাফল কি হবে? সেটা বলতে গিয়ে নন্দীগ্রামের বিধায়ক হিন্দি সিনেমার ডায়লগ দিয়ে বলেন, “কে বলেছে ভাবনীপুরে উনি দাঁড়ালেই জিতে যাবেন? পিকচার আভি বাকি হ্যায় বস।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *