দক্ষিন ২৪ পরগনা জেলা জুড়ে সফল জনতা কারফিউ

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ২২ মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়েছেন দেশের সাধারণ মানুষ। সাড়া দেশ জুড়েই রবিবার সকাল থেকে পালিত হচ্ছে জনতা কারফিউ। এই জনতা কারফিউয়ের রেশ পড়েছে দক্ষিন ২৪ পরগনা জেলাতেও। আজ কার্যত সকাল থেকেই মানুষজন পথে ঘাটে বের হননি। খুব প্রয়োজনে দু’একজনকে রাস্তায় দেখা গেলেও বেশীরভাগ মানুষজন নিজেদের ঘরবন্দী করে রেখেছেন। সকাল থেকেই ক্যানিং, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ সমস্ত মহকুমাগুলিতেই কার্যত একই ছবি ধরা পড়েছে।

করোনা ভাইরাসকে প্রতিহত করতে এই জনতা কারফিউ মেনে নিয়েছেন আম জনতা। তবে, এই জনতা কারফিউ নিয়ে বেশ কিছু মানুষের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে, তো কিছু মানুষ এ নিয়ে গুজবও ছড়িয়েছেন। যেমন, কিছু মানুষকে বলতে শোনা গিয়েছে আকাশ পথে হেলিকাপটারে করে এন্টি ভাইরাস ছড়ানো হবে বলেই সকলকে ঘরের মধ্যে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকে আবার এটাও বলছেন, নরেন্দ্র মোদীর সাথে কত মানুষ রয়েছেন তা বোঝার জন্যই এই জনতা কারফিউয়েত ডাক দিয়েছেন মোদীজি।

গুজব যাই হোক, যে যাই ভাবুক না কেন বাস্তব হল ভাইরাস কোভিড ১৯কে প্রতিহত করতে মানুষ আজ নিজেদের ঘরবন্দি করেছেন। দক্ষিণ ২৪ পরগণার ব্যস্ত ক্যানিং, বারুইপুর, সোনারপুর রেল স্টেশানগুলি একেবারে ফাঁকা। ট্রেন চলাচল করলেও দেখা নেই যাত্রীদের। বাজার ঘাট বন্ধ, বাস, অটো কিছুই চলাচল করেনি। তবে সকাল থেকেই এদিন হাসপাতাল খোলা রয়েছে। চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা কাজে যোগ দিয়েছেন অন্যান্য দিনের মতোই। পুলিশ প্রশাসন রাস্তায় নেমেছে, কোথাও যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নজরদারি চালাচ্ছেন তারা। কিছু কিছু ওষুধের দোকান খোলা রয়েছে। খুব প্রয়োজনে দু’একজন ছাড়া কোনও সাধারণ মানুষ এদিন বাড়ি থেকে বের হননি। সব মিলিয়ে এদিন সফল জনতার কারফিউ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here