শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ হাসপাতালে কান্সার রোগীর সফল অস্ত্রপচার

আমাদের ভারত, বোলপুর, ২৬ মে: বীরভূম জেলায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবায় আরো একটা নতুন দিক তৈরি করল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। অভিজ্ঞ ডাক্তারবাবু ও অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ক্যান্সার অপারেশনের কাজ শুরু হয়ে গেল শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। শুক্রবার দীর্ঘ সাড়ে চার ঘণ্টার সফল অপারেশন করা হলো স্টমাক ক্যান্সার আক্রান্ত রোগীর। যা বোলপুর ও সংলগ্ন এলাকায় প্রথম।

বীরভূম জেলার পাঁড়ুই থানার অন্তর্গত ভেড়ামারী গ্রামের বাসিন্দা শেখ হাসিবুল জানান, “আমার জামাইবাবুর পেটে একটা টিউমারের মত হয়েছিল। আজ সাড়ে চার ঘন্টা ধরে শান্তিনিকেতন মেডিকেল কলেজে তার সফল অপারেশন হয়েছে।” তিনি জানান, এর আগে বহু জায়গায় চিকিৎসা করানো হয়, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। অবশেষে শান্তিনিকেতন মেডিকেল কলেজে এসে চিকিৎসা করানোর পরেই তার রোগ ধরা পড়ে।

মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জেন প্রফেসর ডক্টর সুমিত সান্যাল জানান, “আজ একটা বিশেষ দিন। আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার অপারেশন শুরু করে দিলাম। ৫৭ বছর বয়সী শেখ ফয়জলের স্টমাকে ক্যান্সার হয়েছিল। প্রথমদিকে রোগীর শারীরিক অবস্থার কিছু জটিলতা ছিল। তাকে আমরা রক্ত দিয়ে শরীর সুস্থ করার পরেই অপারেশন করি। আজ সাড়ে চার ঘন্টা ধরে সফল অপারেশন করা হয়েছে। আমাদের দীর্ঘ বিশ্বাস তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন।”

তিনি আরো বলেন, “সব থেকে বড় বিষয় হলো যে, এত বড় অপারেশনে রোগীকে কোনো রক্ত দিতে হয়নি তার কারণ এখানকার অত্যাধুনিক যন্ত্রপাতি।”

“অভিজ্ঞ ডাক্তারবাবুদের মাধ্যমে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করেই আমরা মানুষকে সুলভে সুস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই জন্যই আমরা প্রতি মুহূর্তে কাজ করে চলেছি। আমরা খুশি যে, মানুষ চিকিৎসা পাচ্ছেন এবং ডাক্তারবাবুরা আপ্রাণ চেষ্টা করে সেই পরিষেবা তাদের পৌঁছে দিচ্ছেন,” বলে জানান মেডিকেল কলেজের সভাপতি মলয় পীট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *