
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি:
দেশের বিভিন্ন স্থানে মোদী সরকার ও ডোনাল্ড ট্রাম্পের
বিরোধিতায় নেমেছে কমিউনিস্ট দল। সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে একটি মিছিল সংঘটিত করে এসইউসিআই। দলের জেলা কমিটির সদস্য পূর্ণ চন্দ্র বেরার বক্তব্য, “দেশের প্রধানমন্ত্রী যে সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করছেন এর ফলে ভারতের শোষিত মেহনতী মানুষের কোনও উন্নতি হচ্ছে না।একশ্রেণির পুঁজিবাদী মানুষের উন্নতি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এসেছেন দেশে দেশে বিরোধ ও যুদ্ধের আবহ তৈরি করতে। তাই আজ আমরা এর বিরোধিতা করছি।”এছাড়াও এদিন ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয় বেলদা বাজারে।