আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১জুন : আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পরিযায়ী শ্রমিকদের জব কার্ড এবং ১০০ দিনের কাজ, খাল-রাস্তা সংস্কার, সমস্ত গরিব মানুষের জন্য পাকা বাড়ি প্রদান সহ পঞ্চায়েতের দলবাজি দুর্নীতির বিরুদ্ধে আজ এসইউসিআই কমিউনিস্ট দলের কর্মী সমর্থকরা তমলুক ব্লকের পিপুলবেড়িয়া ২ অঞ্চল অফিসে বিক্ষোভ দেখায়। এরপর ৫ জনের প্রতিনিধি দল অঞ্চল প্রধানের হাতে ১৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে। ডেপুটেশনে নেতৃত্ব দেন
এসইউসিআইয়ের তমলুক লোকাল কমিটির সদস্য শম্ভু মান্না, সুকুমার মান্না, সঞ্জিত মাইতি।
শম্ভু মান্না বলেন, ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে যদি দলবাজি হয় আগামী দিনে দলের পক্ষ থেকে আরে বড় বিক্ষোভ সমাবেশ হবে। বিডিও এবং ডিএম’কে অভিযোগ জানানো হবে।