
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ জুন: আমেরিকায় বর্ণবিদ্বেষের প্রতিবাদে আজ সকালে তমলুকের মানিকতলায় শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করল এসইউসিআই। সম্প্রতি আমেরিকায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে যেভাবে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে সারা আমেরিকাজুড়ে উত্তাল বিক্ষোভ চলছে। আমেরিকার এই জনতার সংগ্রামী ভূমিকাকে সম্মান জানাতে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বিক্ষোভ সংঘটিত হয় বলে জানা গেছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব মাইতি, জেলা কমিটির সদস্য মাণিক মাইতি, জ্ঞাণানন্দ রায় প্রমুখ।
প্রণব মাইতি জানান, মার্কিন সাম্রাজ্যবাদের নীতি, ব্যাপক বেকারত্ব, ছাঁটাই, অনাহার এবং বর্ণ বৈষম্য, করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যু যা আমেরিকাবাসীর ক্ষোভের সৃষ্টি করেছে। তারই বহিঃপ্রকাশ এই বিক্ষোভ। জনগণ অত্যাচারিত শ্রমজীবী জনগণ ঐক্যবদ্ধভাবে যে লড়াই চালিয়ে যাচ্ছে তাকে সসমর্থন জানানোর জন্য আজকের এই কর্মসূচি। তিনি আরো বলেন, একইভাবে আমাদের দেশেও মোদি সরকার এইদেশের অর্থনৈতিক দূরবস্থাকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে, আমরা এর প্রতিবাদ জানিয়ে আজ মানিকতলা মোড়ে বিক্ষোভ দেখায় এবং ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।