ময়নার বিভিন্ন এলাকায় থাকা স্লুইসগেটগুলি মেরামতের দাবিতে এসইউসিআইয়ের বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ মে: খালগুলিতে থাকা স্লুইসগেটগুলির মেরামতের দাবি সহ একাধিক দাবিতে এসইউসিআই দলের ময়না লোকাল কমিটির পক্ষ থেকে ময়না বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়।

আমফান ঝড় ও বিপুল বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও
স্লুইসগেট খুলে রেখে ময়না ব্লকের বিভিন্ন খালে জল ঢোকানো হয়েছে। অবিলম্বে স্লুইসগেটগুলি মেরামত করে জল ঢোকা বন্ধ করার দাবি সহ ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রেখে দ্রুত করোনার পরীক্ষার ব্যবস্থা করা, ময়না-বলাইপন্ডা পীচ রাস্তা সংস্কার, শ্রীরামপুর অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসংগঠিত ও পরিযায়ী শ্রমিক এবং অসহায় সমস্ত কৃষক পরিবারগুলোকে ন্যূনতম মাসিক ৫০০০ টাকা প্রদান, বিধ্বংসী আমপাফান ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ, যুদ্ধকালীন তৎপরতায় ময়নার সমস্ত নদীবাঁধগুলি মেরামত সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখানো ও দেপুটেশন দেওয়া হয়। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় শতাধিক কর্মী ময়না বাসস্ট্যান্ড থেকে বিডিও অফিস পর্যন্ত মিছিল করে।

দলের জেলা কমিটির সদস্য বিবেক রায় বলেন, ভিন রাজ্য থেকে আসা ময়নাবাসীদের যদি যথার্থ স্বাস্থ্য বিধি মেনে সরকারি কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা না করা হয় তাহলে আগামী দিনে প্রবল সংক্রমণ ঘটবে। অথচ সরকার নীরব। ময়নার নদীবাঁধগুলি ও স্লুইসগেটগুলো দ্রুত মেরামত না করলে বন্যার কবলে পড়তে হবে ময়না বাসীকে। ঝড় ও বৃষ্টি তে ক্ষতিগ্রস্ত পান, মাছ সহ অন্যান্য চাষিদের লকডাউন পরিস্থিতিতে আজ অত্যন্ত খারাপ অবস্থা তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এইসমস্ত দাবিগুলো পূরণে যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। মিছিলে নেতৃত্ব দেন বর্ষীয়ান শিক্ষক নেতা পরিমল পাত্র, মদন সামন্ত, জগদীশ মাইতি ও সুব্রত বাগ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here