বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে বেলদাতে বিক্ষোভ মিছিল এসইউসিআই’য়ের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জুলাই:
বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে পথে নামল এসইউসিআই। শুক্রবার বাসভাড়া কমানোর দাবিতে পরিবহনমন্ত্রীর কাছে ডেপুটেশন ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি নেওয়া হয়। সেই মতো আজ নারায়ণগড় ব্লকের বেলদাতে বেলদা লোকাল কমিটির পক্ষ থেকে বাসভাড়া কমানোর দাবিতে মিছিল হয়। ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে পথ হাঁটেন কর্মীরা। মিছিল কেশিয়াড়ি মোড় থেকে শুরু হয়ে সারা বেলদা শহর ঘুরে ট্রাফিক স্ট্যান্ডের সামনে শেষ হয়।

মিছিল শেষে একটি পথ সভার আয়োজন করা হয়েছিল। অবিলম্বে বাসমালিক, যাত্রী কমিটি, পরিবহণ বিশেষজ্ঞের কমিটি গড়ে বাসভাড়ার বিষয়ে সরকারী নীতি ঘোষণা করার দাবি জানানো হয় পথসভা থেকে। পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সেই বোঝা জণগণের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ তুলে পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *