আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ জুলাই: আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে দলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আজ দুই শতাধিক মানুষ বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিসে। এসইউসিআই’য়ের পক্ষ থেকে আজ শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ২ অঞ্চল অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পঞ্চায়েত অফিসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলে। নেতৃত্বে দেন জেলা কমিটির সদস্য চিন্ময় ঘোড়াই সহ দলের সদস্যরা।
দলের পক্ষ থেকে জানানো হয়, আমফান ঘূর্ণিঝড়ে বল্লুক ২ নং অঞ্চলের যে ক্ষতিপূরণের তালিকা প্রকাশ হয়েছে, তাতে চূড়ান্ত দলবাজি ও দুর্নীতি হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছে। দেখা যাচ্ছে, হোগোলবেড়িয়া গ্রামের যাদের পান বরোজ নেই তাদের নামে ক্ষতিপূরণ এসেছে। এমনকি নিজেদের দলের লোক দেখে সেখানে ঘর ভাঙ্গার টাকা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আজ দলের পক্ষ থেকে পঞ্চায়েত অফিসের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে প্রধানের কাছে।