সরকারি সাহায্য প্রাপকদের তালিকা টাঙ্গানো সহ বিভিন্ন দাবিতে এসইউসিআই’য়ের বিক্ষোভ শহিদ মাতঙ্গিনী ব্লকে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৯ জুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রাপক ও আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত সরকারি অনুদান প্রাপকদের তালিকা প্রকাশ্যে পঞ্চায়েত অফিসে টাঙানো, সরকারি সাহায্য দেওয়ার ক্ষেত্রে স্বজনপোষণ ও দুর্নীতি-দলবাজি বন্ধ, পঞ্চায়েতের বিরোধী সদস্যদের এড়িয়ে গোপনে পঞ্চায়েতের কাজের প্রতিবাদে আজ এসইউসিআইয়ের দলের পক্ষ থেকে শহিদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক-১গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মারকলিপিতে যে দাবিগুলি জানানো হয়েছে সেগুলি হল, যথাযথ তদন্ত করে আমফান ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদান দিতে হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। নতুন করে পঞ্চায়েত ট্যাক্স বৃদ্ধি করা চলবে না। এলাকায় সমস্ত রকম মদ ব্যবসা বন্ধ করতে হবে। আজকের বিক্ষোভ ডেপুটেশনে নেতৃত্ব দেন দলের লোকাল কমিটির সম্পাদক প্রদীপ দাস, অরুণ জানা, বাসুদেব সামন্ত, সোমনাথ ভৌমিক প্রমুখ। উপরোক্ত দাবিতে বল্লুক- ২, রঘুনাথপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকটও এসইউসিআইয়ের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *