বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণ এসইউসিআই’য়ের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জুন:
ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা সরকারি হিসাবেই এ পর্যন্ত তিন শতাধিকের কাছাকাছি পৌঁছেছে। আহত অসংখ্য। এই পরিপ্রেক্ষিতে এসইউসিআই (কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে পাঁশকুড়া, মেচেদা, ভোগপুর, তমলুক সহ বিভিন্ন স্থানে নিহতদের স্মরণে শোকবেদী স্থাপন করে মাল্যদান, নীরবতা পালন ও কালো ব্যাজ পরে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

দলের জেলা উত্তর সাংগঠনিক কমিটির সম্পাদক প্রণব মাইতি বলেন, ভয়াবহ এই দুর্ঘটনার তদন্ত সহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, রেল ব্যবস্থার বেহাল দশা দূরীকরণে ব্যবস্থা গ্রহণ, আহতদের সরকারি খরচে চিকিৎসা, নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here