রাস্তা সংস্কারের দাবিতে এসইউসিআই–এর পথ অবরোধ কৃষ্ণনগরে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া,২৪ আগস্ট: বেহাল রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসী এবং দোকানদারের হয়ে পথে নামলো এসইউসিআই। নদিয়ার কৃষ্ণনগরের অত্যন্ত ব্যস্ততম রাস্তা ডি এল রায় রোডের ক্ষৌনিশ পার্ক থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে যান চলাচল এবং সাধারণ মানুষের ব্যবহারের অযোগ্য হয়ে উঠেছে। অথচ এ বিষয়ে কোনো হেলদোল নেই কর্তৃপক্ষর। তাই এলাকার মানুষের সাথে মঙ্গলবার প্রতিবাদে সরব হয়েছে এসইউসিআই।

আজ তারা দীর্ঘক্ষণ ওই পথ অবরোধ করার পর এসডিও সদর কৃষ্ণনগরের কাছে ডেপুটেশন জমা দেয়। আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা না করলে ফের বিক্ষোভ এবং পথ অবরোধ করা হবে। আজ অবরোধ তুলতে গেলে কোতোয়ালি থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। দীর্ঘক্ষন পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here