ঝাড়গ্রাম পুলিশ লাইনে আচমকা লাগাতার গুলি চলছে, আতঙ্কে এলাকাবাসী, ঘটনাস্থলে সিআরপিএফ জওয়ানরা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৩ এপ্রিল: ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে হঠাৎ গুলির শব্দ। লাগাতার গুলির আওয়াজে সকলে চমকে উঠেছে। একটি ভিডিওর মাধ্যমে জানা যায়, ঝাড়গ্রাম পুলিশ লাইনের কর্মরত জুনিয়র কনস্টেবল বিনোদ কুমার রায় নামে এক কনস্টেবলের ডিউটি ছিল অস্ত্রাগারের পাশে। সেই মত দুপুর ১টার সময় সে ডিউটি শুরু করে। ডিউটি করতে করতে দুপুর ১ টা ৪০ নাগাদ সে হঠাৎই ছাদের ওপর থেকে গুলি চালাতে শুরু করে। এখনো পর্যন্ত সে ১৪ রাউন্ড গুলি চালিয়েছে। তার কাছে আরো কিছু গুলি আছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।

পুলিশ সুপার নিজে তাকে বার বার মাইকিংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন। ব্যারাকে মহিলা পুরুষ কয়েকশ পুলিশ কর্মীরা ভয়ে ঘরে আটকে রয়েছে। তবে এখনো তার কাছে পৌঁছানো যায়নি। এন্টিল্যান্ডমাইন গাড়ি নিয়ে অপারেশন শুরু করেছে সশস্ত্র বাহিনী। এই ঘটনার পরই ওই এলাকায় আতঙ্ক ছড়ালে পুলিশ চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। রাস্তার সামনে দিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তবে হতাহতের কোনো খবর নেই। সন্ধ্যা ছটা নাগাদ জঙ্গল মহলে কর্মরত সিআরপিএফের স্ট্র‍্যাকো বাহিনী আনা হয়েছে। এখনো পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

ছবি: কনস্টেবলের ফাইল ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *