সবংয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার  

জে মাহাতো, মেদিনীপুর, ২৮ নভেম্বর:
এক সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সবং থানার মনোহরপুর এলাকায়। সবং থানার পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোপালচন্দ্র চাউলিয়া (৩৬) l সে কয়েক বছর ধরেই সবং থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজ করে আসছিলl সবং থানা থেকে তিন কিলোমিটার দূরে মনোহরপুরে একটি গাছের ডাল থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশl ঘটনাস্থলের পাশ থেকে গোপালের মোটরবাইকটিও উদ্ধার করা হয়েছে।

গতকাল নাইট ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথেই ওই সিভিক ভলেন্টিয়ার গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ মনে করছে l ময়নাতদন্তের জন্য মৃতদেহটি খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে l

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here