ইষ্টওয়েষ্ট মেট্রোর উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রন না পাওয়ায় ক্ষুব্ধ সুজন চক্রবর্তী

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৩ ফেব্রুয়ারি: ইষ্টওয়েষ্ট প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রীর ডাক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ সুজন চক্রবর্তীর। তিনি বৃহস্পতিবার কলকাতায় বলেন, এটা রাজনৈতিক অসৌজন্যতা। রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে রাজ্যের ভিতর এতবড়ো প্রকল্পের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গুরুত্ব দেওয়া হবে না এটা মানা যায় না। রেলমন্ত্রক ও রেলমন্ত্রীর বিষটি দেখা উচিত বলে মনে করেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। পাশাপাশি ইষ্টওয়েষ্ট প্রকল্পের উদ্বোধন হওয়ায় খুশি যাদবপুরের এই সিপিএম বিধায়ক। মেট্রো চালু হলে এতে কলকাতার পরিবহন ব্যাবস্থার উন্নতি হবে বলে জানান সুজন চক্রবর্তী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here