আমাদের ভারত, ১৭ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো কেন্দ্র খারিজ করায় তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
সোমবার টুইটারে সুজনবাবু লিখেছেন, “নেতাজী সুভাসচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবস। বাংলার ভোটের আগে ঢাউস উদযাপন কমিটি
গড়লেন মোদিজি। কমিটির না হলো কোনও সভা,
না হলো কোনও কর্মসূচি। এবার প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোতেও টালবাহানা? বৃটিশের দালালরা নেতাজীকে ভয় পায় বরাবরই। মোদি – বিজেপি চরিত্র স্পষ্ট হচ্ছে ক্রমশই।।”
প্রসঙ্গত, স্বাধীনতা সংগ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ থেকে বিরসা মুন্ডার কী ভূমিকা ছিল, চিঠিতে তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম জাতীয়তাবাদের মন্ত্র ‘বন্দেমাতরম’ লিখেছিলেন, যা পরে জাতীয় গান হয়। রমেশচন্দ্র দত্ত প্রথম ব্রিটিশদের ঔপনিবেশিক অর্থনীতির সমালোচনা করে প্রবন্ধ লিখেছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেশে প্রথম জাতীয় রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করেন।’