নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ জুন: কলকাতার রাস্তায় সাইকেল চালিয়ে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন সুজন চক্রবর্তী। শুক্রবার কলকাতার যাদবপুরে সিপিএমের শ্রমিক সংগঠন একটি মিছিল করে। সেই মিছিলের নেতৃত্ব দেন যাদবপুরের বাম বিধায়ক। যাদবপুর ৮ বি থেকে সিটু সমর্থকরা সাইকেল মিছিল করে। মিছিলে নিজেও সাইকেল চালান সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি বলেন, কেন্দ্র প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়াচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। ভারতে সেইসময় দাম বাড়ছে। কেন্দ্রের এমন আচ্ছেদিন মানুষ চাইছে না। মানুষ চাইছে পেট্রোল ডিজেলের দাম কমুক। আর মানুষের এই দাবি নিয়েই কলকাতায় সিটু রাস্তায় নেমছে বলে জানান সুজন চক্রবর্তী।
প্রসঙ্গত, টানা ১৮ দিন দেশে দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এমনকি বৃহস্পতিবার পেট্রোলের থেকে ডিজেলের দাম বেশি হয়ে যায়। যার জন্য এরাজ্যে বাম সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি টানা বিজেপিকে আক্রমন করছে।