আমাদের ভারত, ১৮ জানুয়ারি: অর্থনীতির সমীক্ষায় অসাম্য নিয়ে তোপ দাগলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মঙ্গলবার তিনি টুইটারে লিখেছেন, “করোনার এই সময়ে ভারতের ৮৪% পরিবারের আয় কমেছে। অন্যদিকে সেরা ধনী পরিবারগুলির সম্পদ বেড়েছে রেকর্ড পরিমাণ। তলাকার ৫৫ কোটি মানুষের মোট যা সম্পদ, দেশের মাত্র ৯৮ জন সেরা ধনীর সম্পদের তা সমান। সর্বশেষ অক্সফাম রিপোর্ট। আদানি-আম্বানির পৌষ মাস, দেশবাসীর সর্বনাশ। আচ্ছে দিনই বটে!”
টুইটে সুজনবাবু এ দিন দৈনিকে প্রকাশিত সংবাদের কাটিং যুক্ত করে দিয়েছেন। তাতে লেখা, “২০২১-এ ভারতের ৮৪ শতাংশ পরিবারের আয় কমেছে। কিন্তু একই সময়ে ৪০ জন নতুন করে একশো কোটি ডলারের বেশি সম্পদের মালিক হয়ে গেছেন। ভারতের সবচেয়ে ধনী ১০০ জনের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭.৩ লক্ষ কোটি টাকা। মহামারীর পর্বে- ২০২০-র মার্চ থেকে ২০২১-র নভেম্বরে ভারতের বিলিওনেয়ারদের (ডলারের অঙ্কে ১০০ কোটির মালিক যাঁরা) সম্পদ ২৩.১৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে হয়ে গেছে ৫৩.১৬ লক্ষ কোটি টাকা। অথচ এই একই সময়ে, শুধু ২০২০-তেই নতুন করে দারিদ্রে ডুবেছেন ৪.৬ কোটি মানুষ। গোটা বিশ্বের নতুন দরিদ্রদের প্রায় অর্ধেকই ভারতের। ভারতে দারিদ্র বৃদ্ধির হার উপ সাহারীয় অঞ্চলের থেকেও বেশি। ভারতীয় জনগণের নিচের ৫০ শতাংশ মানুষ জাতীয় সম্পদের মাত্র ৬ শতাংশের মালিক।”