কাঁসাইয়ের তীরে স্ব-সহায়ক দলের হাট ‘সূর্যাস্ত’

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: রবীন্দ্রনাথের সহজপাঠে শুক্রবার হাট বসেছিল বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। শনিবার মেদিনীপুর নাগরিক সমাজের উদ্যোগে হাট বসেছিল কাঁসাই নদীর পাড়ে। পড়ন্ত বিকেলে এই হাটের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল। উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি,  অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, সদর মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, সদর বিডিও ফারজানা খাতুন, সমাজসেবী সুশান্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টরা। এদিনের হাটের নাম দেওয়া হয় ‘সূর্যাস্ত’।

হাটের ঢিল ছোঁড়া দূরত্বে বয়েছে কাঁসাই। রেল সেতু দিয়ে ছুটেছে ট্রেন। বট গাছের নিচে হাটে পশরা সাজিয়ে বসেছিলেন স্ব -সহায়ক দলের মহিলারা। কেউ এনেছিলেন বড়ি, কেউ বুনেছেন ঝুড়ি, কেউ বিক্রি করেছেন মাটির জিনিস, কেউ তেলেভাজা, কেউ পিঠে পুলি, সরভাজা, পাঁপড়ভাজা। মহিলাদের সাজার সামগ্রীর পাশাপাশি ঘর সাজানোর জিনিস সবই ছিল সেই হাটে। এই প্রথম এ ধরনের হাট বসায় ভিড় উপচে পড়েছিল কাঁসাই নদীর তীরে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here