শালবনিতে তৃণমূলের যুব সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করলেন সুজাতা খাঁ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লক যুব তৃণমূলের উদ্যোগে আজ রবিবার গোদাপিয়াশালের কামারমুড়িতে তৃণমূলের প্রকাশ্য যুব সমাবেশ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন  সুজাতা খাঁ। কেন্দ্রের কৃষি বিল ও শিক্ষানীতির তীব্র সমালোচনার পাশাপাশি দলত্যাগী প্রাক্তন তৃণমূল নেতাদের বিরুদ্ধেও আক্রমণ শানান সদ্য তৃণমূলে আগত সুজাতা খাঁ। সমাবেশে সুজাতা খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন  জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, শালবনি ব্লক তৃণমূল সভাপতি নেপাল সিংহ সহ জেলা ব্লক ও বুথ স্তরের নেতারা। এদিনের সভা থেকে আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে তৃতীয় বারের জন্য তৃণমূল সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানানো হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here