নিজের হাতেই মেয়ের হাতেখড়ি দিলেন সুকান্ত মজুমদার, রাজ্যপাল পাঠালেন উপহার

আমাদের ভারত, বালুরঘাট, ২৬ জানুয়ারি: আজ সকালে নিজেই সরস্বতী পূজো করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর নিজের হাতেই ছোট মেয়ের হাতেখড়ি দিলেন। আর এই খবর জেনে রাজ্যপালও পাঠিয়ে দিলেন তাঁর শুভেচ্ছা এবং উপহার।

রাজনৈতিক ব্যস্ততার মধ্যে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন নিজের ছোট মেয়ের হাতে খড়ি নিজেই দেবেন। বড় মেয়ের হাতে খড়িও তিনিই দিয়েছিলেন। তাই গতকাল নদীয়ার তেহট্টে জনসভা করার পর রাতেই রওনা দিয়েছিলেন বালুরঘাটের উদ্দেশ্যে। আজ সকালে পুজোর পর মেয়েকে কোলে নিয়ে তার হাতেখড়ি দেন সুকান্তবাবু। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, রাজনীতিতে কোনও ছুটি নেই, ৩৬৫ দিনই কাজ থাকে। তাই আগে থেকেই আজকের দিনটা ঠিক করে রেখেছিলাম। গতকালও আমি নদীয়া জেলাতে ছিলাম।

নিজের সরস্বতী পুজো করার ব্যাপারে তিনি বলেন, ছোটবেলা থেকেই বাড়িতে তিনি সরস্বতী পুজো করে আসছেন। যখন খুব ছোট ছিলেন তখন তাঁর মা পাশে বসে মন্ত্র বলতেন আর তা শুনে পুজো করতেন। সেই পুজো করার অভ্যাস এখনও আছে। তাই তিনি চেষ্টা করেন ছোট করে হলেও বাগদেবীর আরাধনায় ব্রতী হতে।


ছবি: রাজ্যপালের পাঠানো উপহারসামগ্রী।

সুকান্তবাবু বলেন, তাঁর ছোট মেয়ের হাতেখড়ির খবর অফিস থেকে জানতে পেরেছিলেন রাজ্যপাল। তিনি শুভেচ্ছাবার্তা এবং কিছু উপহার পাঠিয়েছেন। “আমি মনে করি তাঁর মত মানুষের আশীর্বাদে আমার মেয়ের আগামী জীবন ভালো হবে। কারণ উনি খুব পন্ডিত ব্যক্তি, ভারতবর্ষের সর্বোচ্চ পদে চাকরি করেছেন।”

সুকান্তবাবুর স্ত্রী বলেন, আমি অনেক আগে থেকে বলে রেখেছিলাম যত অসুবিধা হোক অন্ততপক্ষে একটা বেলার জন্য এসে মেয়ের হাতে খড়ি দিয়ে যেও। কথাটা উনি রেখেছেন।

তবে এই পারিবারিক অনুষ্ঠানের দিনেও কলকাতায় যেসব ছাত্রছাত্রীরা আন্দোলন করছেন তাদের কথাও তিনি মনে রেখেছেন। মায়ের কাছে তিনি প্রার্থনা জানিয়েছেন, মায়ের আশীর্বাদ সেইসব ছাত্র-ছাত্রীদের উপর পড়ুক, যারা যোগ্য হওয়া সত্ত্বেও বসে আছেন। তাদের শিক্ষক শিক্ষিকা হওয়ার কথা ছিল। মা তাদের উপর আশীর্বাদ বর্ষিত করুক এবং তারা সঠিক জায়গা পাক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here