
আমাদের ভারত, বালুরঘাট, ২০ মার্চ: উত্তরবঙ্গে আইআইআইটি স্থাপনের দাবিতে সংসদে সরব হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। কলকাতা ভিত্তিক নয়, প্রত্যন্ত শহরেও উন্নয়ন ছড়িয়ে দেওয়ার আবেদন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে। শুক্রবার লোকসভায় পিছিয়ে পড়া জেলা দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের পরিস্থিতির কথা তুলে ধরেন সুকান্তবাবু।
এদিন দি ইন্ডিয়ান ইন্সটিটিউশন টেকনোলজি ল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল ২০২০ সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরেন সাংসদ। নতুন এই বিলের ফলে আইআইআইটি থেকে আরও উন্নত ডিগ্রি এবং পিএইচডি করতে পারবে দেশবাসী। কিন্তু উত্তরবঙ্গ সেই সুবিধা থেকে কেন দূরে থাকবে? কলকাতা ভিত্তিক কল্যাণীতে আইআইআইটি সহ এইমস গড়ে তোলা হয়েছে। যার জেরে উত্তরবঙ্গবাসী সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। যে কারণেই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এদিন উত্তরবঙ্গে একটি আইআইআইটি স্থাপনের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার।
সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, উদ্ভাবনী চিন্তাভাবনা ছাড়া বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি কখনোই সম্ভব নয়। যে কারণেই সরকারের কাছে উত্তরবঙ্গে একটি আইআইআইটি স্থাপনের দাবি জানিয়েছেন তিনি।