তৃণমূল আমলে রাজ্যে সন্ত্রাস সর্বোচ্চ স্তরে গেছে ভাইপোর জন্যেই, দাবি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ২৬ মে:
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য তৃণমূল আমলে রাজ্যে সন্ত্রাস একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এভাবেই সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে রাজ্যে পঞ্চায়েত ভোটে কোনওরকম সন্ত্রাস তাঁরা বরদাস্ত করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত।

অভিষেককে আক্রমণ করতে গিয়ে সুকান্তবাবু কটাক্ষের সুরে বলেন, “ভাইপো আড়ালে থেকে রাজ্যে সন্ত্রাস করছে এটা পরিবর্তন হওয়া দরকার। কিন্তু তা হবে কীভাবে? বাম আমলের হার্মাদরাই এখন তো তৃণমূলে চলে গেছে।” তাঁর কথায় শাসক দলের আদৌ কোনও পরিবর্তনই হয়নি। বাম আমলে যেমনভাবে সরকার বা প্রশাসন চলতো ঠিক তেমন ভাবেই চলছে বর্তমানে। সুকান্ত মজুমদারের কথায় “পুরনো মদ নতুন বোতলে।”

ব্যারাকপুরে একটি সোনার দোকানের ডাকাতি করতে গিয়ে দুষ্কৃতীরা গুলি চালায় তাতে একজনের মৃত্যু হয়। এই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে সুকান্ত মজুমদার রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, “এই দুষ্কৃতীদের রাজ্য সরকার পুষছে তাই এরা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছে।”

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হবার আশঙ্কা প্রকাশ করে সুকান্ত বলেন, “পঞ্চায়েত নির্বাচন এখনো ঘোষণা হলো না আর তার আগে রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে।তাহলে এই রাজ্যে সন্ত্রাস কোথায় পৌঁছে গিয়েছে সেটা বাংলার মানুষ দেখতেই পাচ্ছেন। বাংলা এখন তৃণমূলের বারুদের উপর চলছে।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিনা অনুমতিতে জাতীয় সড়কের উপর সভা এবং মিছিল করার অভিযোগ উঠেছে, তা নিয়ে তিনি বলেন, “আইন অনুসারে জাতীয় সড়ক বন্ধ করে এভাবে সভা করা যায় না। এক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় মামলা হয় এটা একেবারেই অন্যায় হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *