ভূপতিনগর বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, ৩ ডিসেম্বর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে শুক্রবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। বোমায় কেঁপে উঠেছিল ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রাম। এই ঘটনায় এনআইএ তদন্তে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদার।

মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ভূপতিনগরে বোমা বিস্ফোরণের যে ঘটনা হয়েছে, আমরা চাইছি তাতে এনআইএ তদন্ত হোক। এই তদন্তের দাবি জানিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখছি, যাতে তিনি এনআইএ তদন্তের নির্দেশ দেন। এক্ষেত্রে এনআইএ তদন্তের এক্তিয়ার আছে। যেখানে তিনজন ব্যক্তি মারা গেছে সেখানে তারা তদন্ত করতে পারে।”

বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের অভিযোগ, তৃণমূলের অনুমোদনে বোমা শিল্প বৃদ্ধি পেয়েছে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে এলাকায় এলাকায় বোমা মজুদ করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষের সুরে তিনি বলেন, পশ্চিমবঙ্গের জন্য বোমা বানাতে গিয়ে তিনজন বিজ্ঞানী মারা গিয়েছেন। রাজ্য সরকারকে অনুরোধ করবো পরবর্তী সময় যখন বিধানসভা খুলবে, তখন যেন এই বিজ্ঞানীদের মৃত্যুর শোক প্রস্তাব পাঠ করা হয়।

সুকান্ত মজুমদারের মতো একই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি টুইটারে লিখেছেন, ভগবানপুর ২ নম্বর ব্লকের ভূপতিনগরে তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তৃণমূল নেতা রাজকুমার মান্না বোমা তৈরি করছিলেন। এই ঘটনায় আমি এনআইএ তদন্তের দাবি করছি।

প্রসঙ্গত, শুক্রবার রাত এগারোটা নাগাদ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। ঘটনায় তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার মান্নার ঝলসানো দেহ উদ্ধার হয়। বোমার আঘাতে আরো দুজন মারা গেছে। বিজেপির অভিযোগ, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় তৃণমূল নেতার বাড়ির চাল উড়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *