দিল্লির বদলে সুকান্ত মজুমদারের বিমান নামল জয়পুরে, কিন্তু কেন?

আমাদের ভারত, ১৬ জুলাই: মাঝ আকাশে ঘটল বিপত্তি। খারাপ আবহাওয়ার কারণে দিল্লির বদলে জয়পুরে গিয়ে নামল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে খারাপ আবহাওয়ার কারণে বিমান অবতরণ করতে পারেনি ফলে পথ পরিবর্তন করে বিমানটিকে জয়পুরে নিয়ে যাওয়া হয়। সেখানে এই বিমানটি অবতরণ করে।

শনিবার বেলা ১১টা নাগাদ দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুকান্ত মজুমদার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার প্রশিক্ষণ বৈঠকে যোগ দেওয়ার কথা। কিন্তু এই বিমান বিভ্রাটের কারণে তাঁর সেই বৈঠকে যোগ দেওয়া ও নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার সকালে দিল্লি যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেছিলেন, লোকসভার জন্য দিল্লি যাচ্ছেন। দুদিন আগে যেতে হচ্ছে কারণ রাষ্ট্রপতি নির্বাচন আছে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আজ এবং আগামীকাল সমস্ত সাংসদদের নিয়ে বৈঠক হবে দিল্লিতে। সোমবার থেকে শুরু সংসদের বাদল অধিবেশন। ওইদিনই রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে দলের সাংসদদের প্রশিক্ষণের আয়োজন করেছে বিজেপি। নাড্ডার নেতৃত্বে সেই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। প্রশিক্ষণ বৈঠক ছাড়াও উপরাষ্ট্রপতি হিসেবে এনডিএ থেকে কাকে প্রার্থী করা হবে সে বিষয়ে নিয়েও বৈঠক রয়েছে বিজেপির সংসদীয় বোর্ডের। এইসব কারণেই কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য দিল্লিতে অবতরণ করার অনুমতি পাননি সুকান্ত মজুমদারের বিমান। মাঝ আকাশেই যাত্রাপথ বদল করে জয়পুর বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *