সব দেখেও পুলিশ কেন পালিয়ে গেছে, রামনবমীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মু্খ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব সুকান্ত

আমাদের ভারত, ১ এপ্রিল:
রামনবমীর শোভা যাত্রার হামলার পর পুলিশ কেন কোনও পদক্ষেপ করল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার অভিযোগও করেছেন। আর এই সমস্ত ঘটনার জন্যই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। অন্যদিকে পঞ্চায়েত ভোট নিয়ে তৃণমূলের বুথ কমিটির বৈঠকের পর গুলি চালানোর ঘটনায় নিন্দায় সরব হয়েছেন তিনি।

সুকান্তের কথায়, তৃণমূলের হয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়ানো মানেই রোজগারের পথ খুলে যাওয়া। তাঁর দাবি, এই কারণেই এত খুনোখুনি হচ্ছে। বৃহস্পতিবার চোপড়ায় বুথ কমিটির বৈঠকের পর দু’জন তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। পঞ্চায়েতে টিকিট পাওয়া নিয়ে একই ঘটনা মালদা মুর্শিদাবাদের ঘটেছে। এই সব কিছু নিয়েই তৃণমূল কংগ্রেসকে তোপ দাগেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটের দাবী তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। বালুরঘাটের সংসদ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতি রোজগারের জায়গায় পরিণত হয়েছে। তৃণমূলের হয়ে পঞ্চায়েতের ভোটের টিকিট পাওয়া মানে ভোট লুট করে জয়। আর জিতে যাওয়া মানে কেন্দ্রের পাঠানো টাকা লুট করা, আর এসবের জন্যই ভোটের টিকিট পেতে তৃণমূলের মধ্যে খুনোখুনি হচ্ছে বলে অভিযোগ তাঁর।

আর সেই কারণেই সুকান্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি তুলেছেন। খুনের রাজনীতি বন্ধ করতে বিজেপি বরাবর কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোয় জোর দিয়েছে। সুকান্ত বলেছেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে শান্তিপূর্ণ ভোট হবে, কোনও মায়ের কোল খালি হবে না। তাঁর আশঙ্কা পঞ্চায়েতের টিকিট দেওয়া নিয়ে যে খুনো খুনি শুরু হয়েছে নির্বাচনের সময় সে পরিস্থিতি আরো খারাপ হবে।

হাওড়া শিবপুরে রামনবমীর ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের ভূমিকা সমালোচনা করে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাত বেঁধে রেখেছেন তাই পুলিশের সামনে অশান্তি হয়েছে , পুলিশ কিছুই করেনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here