
আমাদের ভারত, ১৭ মার্চ: পশ্চিমবঙ্গের পাঁচ জেলায় কেন্দ্রীয় দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি। এই দলের প্রাথমিক সমীক্ষা শুক্রবারই শুরু হয়ে গিয়েছে।
দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “বাংলা মানেই দুর্নীতি। ইতিমধ্যেই অনেকে জেলে গিয়েছে। এ বার গ্রামের মানুষের রোজগার নিয়ে যাঁরা ছেলেখেলা করেছেন, কমিশন নিয়েছেন, তাদেরও গারদের ভিতরে যাওয়ার সময় এসেছে।”
কেন্দ্র যে তিনটি দল পাঠাচ্ছে তাতে ঝাড়খণ্ডের ‘রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’, জয়পুরের ‘আরাবল্লি ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ’ এবং হরিয়ানার ‘মহাত্মা গান্ধী প্রাকৃতিক চিকিৎসা সমিতি’র সদস্যেরা রয়েছেন।