
আমাদের ভারত, ২৫ অক্টোবর: সম্প্রতি বিজেপি নেতা সৌমিত্র খাঁ একটি ফেসবুক পোস্টে রাজ্য বিজেপি সভাপতিকে শিক্ষানবিশ বলেছেন। বিরোধীতা করেছেন রাজ্য নেতৃত্বের একাধিক বিষয়ে। এবার সৌমিত্র খাঁ’র এই সব কটাক্ষের জবাব দিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাকে অতি লড়াকু বলে আখ্যায়িত করেছেন।
সৌমিত্র খাঁ লিখেছিলেন, যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল। এটা আমি সর্বদা বলবই। শুধু তাই নয়, কিছুদিন আগে রাজ্য বিজেপির যে নতুন কোর কমিটি গঠন হয়েছে, তাতে সুযোগ না পেয়ে রাঢ়বঙ্গের পর্যবেক্ষকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পর থেকেই চর্চা তুঙ্গে উঠেছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মাঝে মাঝে মানুষের সুর গন্ডগোল হয়ে যায় আবার ঠিক হয়ে যাবে। উনি এর আগেও বলেছেন। এতে তো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি।”
এর সঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আরো বলেন, “এর আগে একসময় দিলীপদা যখন সভাপতি ছিলেন তখন দিলীপ দা সম্পর্কে বলেছেন। সভাপতি ফিফটি পার্সেন্ট বোঝেন না। তারপর শুভেন্দু দা সম্পর্কে বলেছেন। আমরা সেইজন্য জানি, মাঝে মাঝে এসব বলেন উনি। আসলে উনি আমাদের খুব লড়াকু নেতা। মাঝে মাঝে অতি লড়াকু হয়ে যান।”