
আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মহিলাদের আত্মরক্ষায় সুকন্যা শক্তি প্রশিক্ষণ কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। জেলার মোট কুড়িটি থানা এলাকার স্কুলগুলির ছাত্র-ছাত্রী এবং স্থানীয় মহিলাদের জন্য ১৫ মার্চ থেকে এই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। উচ্চমাধ্যমিক পরীক্ষার পর এপ্রিলের প্রথম সপ্তাহে তা শুরু হবে বলে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে এসোসিয়েশনের সহযোগিতায় একশো দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা, নারীদের উপর অত্যাচারের প্রতিকার এবং সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ বলে জানানো হয়েছে।
জানাগেছে, একশো দিনের প্রশিক্ষণ শেষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের শহিদ মাতঙ্গিনী পুরস্কার হিসেবে যথাক্রমে তিরিশ হাজার, কুড়ি হাজার এবং দশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে।