
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: নিজের জন্মদিনে রক্তদান করলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করেন তিনি। রক্তের সংকট মেটাতে সকলকে এগিয়ে আসা এবং রক্তদানের জন্য আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ইচ্ছা থাকলেও রক্তদান করতে অনেকেই পারেন না কারণ সব সময় কাছে পিঠে রক্তদান শিবির হয় না। তাই যে কেউ তার কাছাকাছি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্তদান করতে পারেন। এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মহকুমা শাসকের এই রক্তদান শিবিরের আয়োজন। সকলকে রক্তদানের আহ্বান জানান তিনি। তিনি জানান, ১৯ বছর বয়স থেকেই তিনি রক্তদান করে আসছেন। এককথায় বলা যায় রক্তদান নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে নানান কর্মসূচি করে চলেছেন ঘাটালের মহকুমা শাসক।