
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুড়িয়া গ্রামের একটি আইসিডিএস সেন্টারে গতকাল খাবারের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চল্য ছড়ায় এলাকায়।
আজ ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ওই এলাকার বেশ কয়েকটি আইসিডিএস সেন্টার পরিদর্শন করেন। তিনি আইসিডিএস সেন্টারগুলি সহায়িকা ও রাঁধুনিদের সাথে কথা বলেন এবং কেন্দ্রগুলির পরিকাঠামো পরিদর্শন করে দেখেন। পড়ুয়ারা যাতে আইসিডিএস সেন্টারে বসে খাবার খায় সে বিষয়ে তিনি জোর দেন। তিনি কথা বলেন সেখানকার রাধুনী ও সহায়িকাদের সঙ্গে। এদিন খেলাধুলার ছলে ছোট ছোট শিশুদের পাঠদান করেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।