৭০০ গ্রামবাসীর হাতে চাল, আলু, সাবান তুলে দিল সুন্দরম

আমাদের ভারত, হাওড়া, ২৭ মার্চ: মারণরোগ করোনা আক্রান্ত সারা বিশ্ব। ভারতবাসীকে বাঁচাতে, গত রোববার থেকে করে দেওয়া হয়েছে লকডাউন, আর এই লকডাউনে সাধারণ গরিব মানুষ পড়েছে বিপদে। অভাব পড়েছে খাদ্য সামগ্রীর। পয়সার অভাবে কিনতে পারেনি গ্রামের বহু গরিব মানুষ। এই অবস্থায় এগিয়ে এল স্বেচ্ছাসেবী সংস্থা সুন্দরম। গ্রামের মানুষের হাতে তুলে দিল চাল, আলু, মাস্ক।

একদিকে যেমন অনেক মানুষ প্রচুর খাদ্য সামগ্রী মজুদ করে রেখেছে ঘরে, অন্যদিকে অতিরিক্ত পয়সা দিয়েও গরিব মানুষরা পারছে না চাল, ডাল ও আলু কিনতেl রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বারবার বলছে খাদ্য সামগ্রী মজুদ রয়েছে এখানে প্যানিকের কোনও কারণ নেই, অতিরিক্ত পয়সা দিয়ে কেনার দরকার নেই, কিন্তু কিছু অসাধু মানুষ অতিরিক্ত খাদ্য সামগ্রী সঞ্চয় করে রাখছে। সরকার গরিবদের চাল এবং আলু দাওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু কোত্থেকে সংগ্রহ করবে অনেক মানুষই তা জানে না। তাই সাধারণ গরিব মানুষদের পাশে এসে দাঁড়ালো উলুবেরিয়া সুন্দরম সংস্থা। তারা উদ্যোগ নিয়ে গ্রামের প্রায় ৭০০ মানুষের কাছে পৌঁছে দিল চাল, আলু, মাক্স এবং স্যানিটারি সাবান, মাথাপিছু ৫ কিলো চাল এবং তিন কিলো আলু।

সংস্থার কর্ণধার সুবীর জানা বলেন, এই সময় মানুষের পাশে দাঁড়ানো তাদের প্রথম লক্ষ্য। তারা জানান, একদিকে যেমন করোনার সঙ্গে লড়াই করতে হবে, ঠিক উল্টোদিকে মানুষকে দু’বেলার খাবার দিতে হবে। চাল, আলু, মাক্স এবং সাবান পেয়ে গ্রামের মানুষের মুখে ফুটে উঠলে আমাদের আনন্দ হয়। আসুন আমাদের যাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে সবাই গরিব মানুষের পাশে দাঁড়াই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here